তোমার তুলনা হবেনা,
হবেনাকো জানি
এই সামান্য লিখার ছলে


তোমার তুলনা আমার হৃদয়ের
গহিনে বুঝাবো তা কেমন করে,
হৃদয়ের ভাষা হৃদয় শুধু জানে।


পৃথিবীর সকল ভাষা সকল লোকশ্রুতি,
শুধু তোমার বর্ননায় আনি
সব কিছু বলে এই ভাষা
বুঝানোর ক্ষমতা নেই আমাদের,
বিদায় চেয়েছি আজি।


পূর্ণিমার চাঁদ পূর্ব গগনে
উদিত হলে যখন
হৃদয়ে রাখা ♡ly মুখটা
বাহিরে আনি তখন।


তুলনায় আনি যখন
এই দুয়ের মাঝে,
ম্লান চাঁদটাও লজ্জায় ঘোমটা
টেনে দেয় তার মুখে।


স্বাচ্ছন্দ্য হার মেনে নেয়
পূর্ণিমারাতের চাঁদ তখন,,,


চাঁদ সে বলে আমার অস্তিত্ব শুধু রাত্তি


তার সে অস্তিত্ব চিরকাল নেই কোন রাত্রি।


পৃথিবীতে যা কিছু আছে
নির্দ্বীধায় হার মেনে নিয়ে
অতুলনিয় বলে উঠে
ঝংকারিত সুরে।


তোমার হাসির ভুবনে,
এই আমায় বহু যুগ পরে
প্রেতাত্মা হয়েও খুজায়ে
পাগলের মত করে।


শেষ নিঃশ্বাসের প্রান্তেও যদি
বাড়াও হাতটা হৃদয় পানে,
নিঃশ্বাস ত্যাগের প্রান্তি কালেও
ফিরাবোনা খালি হাত করে।


সেদিন নিঃশ্বাসটা দিয়ে দিব
তোমার হাতের মুঠো পুরে।