স্বপ্নের দেশে ঘুরতে এলে
    স্বপ্ন লোকের কোলে করে,
মাথায় একটু হাত ভুলিয়ে
    ঘুম পাড়িয়ে দিলে।


ঘুমে যখন আমি এলাম
  পাগল বেশী ডাকছিলাম,
আমায় তুমি পাগল বলে
    তুমি এলে পাগলী হয়ে।


পড়ে এলে সাদা শাড়ী
রুপ বাড়িয়ে দিল পাড়ি,
রুপেরতো আর নেইকো শেষ
বাড়িয়ে দিল তোমায় বেশ।


ড্যাব ড্যাব,ড্যাব চোখের চাহনি আমার
লজ্জা এলো ভিষণ তোমার,
তাইতো তুমি চশমা নিয়ে
চাহনি আমার আড়াল করে
লজ্জাকে দিলে ঢেকে।


চড়ো এবার চড়ো,স্বপ্ন লোকের কোলে
এই কথা শুনে অবাক হলে,
       পাগল টা কি, বলে!
চোখ দুটি বন্ধ রেখে,
    স্বপ্ন লোকের কোলে চড়ে
স্বপ্নের দেশে এলে চলে।


ফুলে-ফলে, পাহাড় পর্বতে ঘেরা
স্বপ্নময়ি স্বপ্নের দেশে হলো এবার ফেরা,
পাখ-পাখালির কলতানে
      বৃষ্টি নামল ঝুমঝুমিয়ে।


দুজন মিলে ভিজতে গেলে
তোমার শাড়ীর আলোক পেয়ে,
বৃষ্টি তখন যায় পালিয়ে
দূর হতে দূর বহুদূরে।


স্বপ্নের দেশে আরো পেলে
   ছোট একটি ঘর,
সেই ঘরেতে বদলাতে গেলে
    তোমার ভেজা কাপড়।


শার্টটি আমার পড়তে গেলে
  লজ্জা পেলে ভিষণ,
এই কথাটি শুনে আমার
   কেপে উঠল বুকের নিশান।


স্বপ্নের দেশে,স্বপ্ন কণ্যার বেশে
সাদা শাড়ীতে ভিজতে গেলে
  স্বপ্ন লোকের সাথে
স্বপ্নময় স্বপ্ন ঘেরা চোখে।



এই কথা শুনে,তখন আমি
         ঘুমহীন চোখে অশ্রু ফেলে,
ভাসছি আমি অশ্রু শিক্ত বুকে
কারো ঘুমহীন অশ্রু শিক্ত বুক,
কারো আবার ঘুমের ঘরে কেপে উঠে
       বুক।


বিঃদ্র - কোন এক স্বপ্নের বর্ণনা অনুসরণ করে লিখা।
তারিখঃ১৩/০৬/২০১৭
রাত- ১ :২২-৩৫ মিনিট।