............,
এসো!আমরা একদিন আবার মুখোমুখি বসে,
দেনা-পাওনা,ভালোবাসাবাসির হিসেব না কসে।


এসো একদিনের জন্য ফিরে যায় সেই অতীতে,
বর্তমানক ভূলে,অতীতের রঙ্গিন সেই সব স্মৃতিতে।


অভিমান,অভিযোগ,প্রয়োজন,সবকিছু ভুলে,
মুখোমুখি বসে এসো কথা বলি প্রাণ খুলে!


আমরা ধরে নিবো আমাদের ভেতর নেই কোন ব্যবচ্ছেদে।
চোখাচোখি,মুখোমুখি তে যেনো মনে হয় আমরা  অবিচ্ছেদ।


পদ্ম,এটুকু আয়োজনে অংশ নাও।
একে নতুন করে বিনিয়োগ করে যাও।


আমরা ফিরে যাবো সেই ডাকবাংলোর রাস্তা ধরে,
হাতে হাত রেখে,পূর্বের মতো আস্থাভরে।


এসো তবে একদিন,শেষবারের জন্য মুখোমুখি হই তুমি আর আমি,
এসো তবে সব ভুলে হয়ে যায় একদিনের প্রেমিক প্রেমি ।  


তোমার হাতে,আমার হাত,আঙুলে সাথে আঙ্গুলের  আলিঙ্গন।
অঝোর শ্রাবণ ধারাতেও মাথার ওপর থাকবে কেবল গগন।


আমরা একদিনের জন্য ভেবে নিবো,আজকের এই দিনটি কেবল আমাদের দুজনার।
জেগে জেগেই সপ্নে বিভোর হবো,আর মস্তিষ্কে বড় হতে থাকবে কল্পনার সংসার।


আমাদের সময়কে সুন্দর করার জন্য দেওয়া হবে মিথ্যে প্রতিশ্রুতি।
বেলাশেষে ফিরে যাবো যে যার ঘরে,থেমে হবে আমাদের কর্মস্তুতি।


পদ্ম, এটুকু আয়োজনে অংশ নাও।
একে নতুন করে বিনিয়োগ করে যাও।


তোমার জন্য আমার যেটুকু দুঃখবোধ ছিল; সেটুকু মলিন হয়ে গেছে।আমি আরো কিছুদিন তোমার জন্য দুঃখ পেতে চাই।


একটি মৃত সম্পর্কের সব দেনা পাওনা মিটে গেলেও;আফসোস হয়।কিছু ঋন থাকা চাই।