আমি দুঃখ দেখেছি,
করিনি কখনও ভয়।
আমি কষ্ট দেখেছি,
করতে গিয়েছি জয়।


পৃথিবীর কাছে বলি;
হে পৃথিবী তুমি কার?
সে নিজেও ‍দিয়েছে উক্তি;
গায়ে জোর-বল যার।


আদালতের কাছে যাই;
তুমি বলবে কিছু ভাই?
বলেছিল সে হেসে;
আমি যার খাই তার গাই।


হৃদয়ের কাছে বলি;
হে হৃদয় তুমি কার?
ডুকরে উঠে বরে;
আমি নিপীড়িত জনতার।