পাঁচ নয়, দশ নয়, অর্ধশত বছর আরো কুড়ি আগে,
বাংলা ভাষা, বর্ণমালা, পেয়েছিলাম অজস্র রক্তের দাগে।


বরকত, সালাম, রফিক, জব্বার হারিয়ে তাজা তাজা প্রাণ,
খুনের লেলিহান শিখায় গাই যে মোরা বাংলা ভাষার  গান।


বাংলা মা, মাতৃভাষা, মধুর শব্দ, রক্ত দিয়ে কেনা,
ভাষার জন্য হারালাম মোদের বীরবাঙ্গালী শিবসেনা।


বলতে পার, ভাষার জন্য কোন দেশ দিয়েছে প্রাণ?
বাংলা ছাড়া অন্য কোথাও ভাষার তরে দেইনি আপন জান।


বাংলা আমার মাতৃভাষা,  বাংলায় বলি কথা,
বাংলা আমার বড়ই আপন, জুড়ায় সকল ব্যথা।