শাওনের ঘনঘোর বর্ষায়,
শীর্ণকায় তটরেখা, প্রাণ ফিরে পায়,
জীবনের দেখা মেলে,
ফুঁসে উঠে, নব উদ্যমে -
দু'কূলের সীমানা ছাড়িয়ে
ডানে-বামে, উত্তরে - দক্ষিণে ভাসিয়ে নিয়ে,
ঠিক-
সদ্য কৈশোরে পেরোনো যুবতীর মতো  নিজের অস্তিত্ব জানান  দিচ্ছে,
জানান দিচ্ছে নিজের সীমা-পরিসীমা।
এই সীমানায় প্রবেশ নিষিদ্ধ,  
নিষিদ্ধ যৌবনারম্ভ নদীর তীর
কঠোর নিষেধ,  নদী ও নারী;
উচ্ছ্বসিত দুরন্ত কিশোরী,
অবগাহনে মৃত্যু অনিবার্য।