আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
নারায়ে তাকবীর আল্লাহু আকবার,
বজ্র নিনাদে আওয়াজ তোল বারবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।


ডর নহে, ভয় নহে, নয় কোন দ্বিধা,
মুসলিম পরিচয় মোদের অভিধা,
শান্তিতে, সংযমে উৎফুল্ল সদা,
ভাই ভাই আপনা, বসত এই বসুধা।


হিংস্রতা নয় কভু মোরা স্রষ্টার সৃষ্টি,
কেন করি ভেদাভেদ, কেন অনাসৃষ্টি?
কেন এত হানাহানি, কেন গোলার বৃষ্টি?
মরণপণ খেলায় কেন অন্ধ মোদের দৃষ্টি?


সুহাসিনী, সাহসিনী অন্যায়ে প্রতিবাদ
কি মুসলিম কি হিন্দু কেন এত অপবাদ?
ছেলে হোক বা মেয়ে, মানুষ তো ব্যক্তিবাদ
আল্লাহ বা ঈশ্বর হোক, স্রষ্টা তো একত্ববাদ।