রক্ত পল্লবিত ফাল্গুনে,
নব বসন্তের অবগাহনে,
শুভ্র, প্রস্ফুটিত পুষ্পকাননের মতোই
ঝরে গেলে হায়! তুমি, অবশেষে ।


‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে’--
কথাটিকে মিথ্যে করে-
হারিয়ে গেলে তুমি কোন নীলাকাশে?


মানে না তো মন, খুঁজি সারাক্ষণ
শৈশব, কৈশোরের আঙ্গিনা হতে, আদিগন্ত পুর্বাচলে,
আদিম প্রিয়সীর চোখে, নোনা জলে
দিন-কাল-মাস অপসৃয়মান, বেলা হারায় শেষে।


নব উদ্যমে, নব জাগরণে
মন মাতানো সুরের লহরী
হারিয়ে গেলে হায়, বড় অবেলায়-
একূল ওকূল, প্রান্তর ছাড়িয়ে এক নিমেষে।  


গুণ গুণ গুঞ্জরের ভ্রমরে, ছেড়ে এই পিঞ্জিরাকে
কল্পনার জাল আর অনুরাগের মায়া ভুলে
প্রেমিক মনের ভালোবাসা হারায় চলে-
আদি-অন্ত মর্ত্য ছেড়ে, উদ্বেগে-উৎকণ্ঠায়, উত্তপ্ত দীর্ঘশ্বাসে।


০৬/০২/২০২২