নিকষ কালো মেঘের ভেলায় জলতরঙ্গের খেলা
ঈষাণ কোণে বজ্র নিনাদ, ঝড়ো হাওয়ার লীলা।
পাখ-পাখালি ফিরছে নীড়ে কিচিরমিচির ডাকে
চিরল পাতার বাঁশ বাগানের আড়ালে সব থাকে
অশত্থপুরের বাঁশ বাগানের হাজার পাখির বাস
সেই গাঁয়ের নদীরে জলে ডিঙ্গি চলে বারোমাস।
ডিঙ্গি নৌকায় কেবা থাকে, কেবা চলে সে পথে
যায় না দেখা তার মুখ, কয় না কথা কারো সাথে,
ফিসিরফিসির আলাপনে, কান কথা গাঁ-গেরামে
হাছা-মিছা শত দোষে, গুজব কত নামে-বেনামে।
আপন পথে চলে পথিক খেয়াল-খুশি বালাই নাই
তারই পথে অবাক চোখের নজর পড়ে হামেশাই।
কাজল কালো চোখ যে মেয়ের রেশম কালো চুল
কলা পাতার বেঁড়ার ফাঁকে যেন ফোটা পদ্ম ফুল।