বর ছিল ঘরে
আমি ছিলাম দূরে,
শূন্য এ ঘরে
একলা বর যে কি করে?
একলা কোথায়?
সাঙ্গ পাঙ্গ সবাই মিলে,
পার করেছে রাত্রি হেসে খেলে।।
সারি সারি পিঁপড়া কত কত
মশা, মাছি, টিকটিকি,তেলাপোকা শত,
সবাই ছিল ঘরে
শুধুই আমি ছিলাম দূরে।
দেয়ালে দেয়ালে ধুলা রাশি রাশি,
তবুও বরের মুখটা হাসি হাসি।।
সুধালাম আমি রেগে, ‍‍''হাসির কি হল,
ঘরটা যে পুরাই জঞ্জাল, সবই এলোমেলো”।।
খানিক হেসে খানিক কেশে বলল আমায় সে-
তুমি ছিলে না ঘরে,
শূন্য ঘরের পরে,
মন যে হারায় দিশে।।


সাথিরা সব ভেংচি কেটে বলে,
কি দরকার ছিল আসার এত দিন পরে?
বেশ তো ছিলাম আড্ডা মজায়,
এসেছে এখন, চল পালায়,
বললাম আমি, "থাকনা কিছু সময়,
আনছি ঝাঁটা,করব বিদায়”।


সারাদিন পরিশ্রমের পরে,
নিশ্চিন্তে যাব ঘুমের ঘরে।।
কেমনে ঘুমাই বলো
ব্রাজিলের খেলা শুরু হলো,
খেলা দেখতে রাত্রি পার,
ঘুম কখন হবে আমার?


২৫ জুন ২০১৮, রাত ১১ঃ৫৮