নরম রোদের বিকেল বেলায়
অপলক দৃষ্টি কীসের নেশায়?
হাওয়ার মাঝে পাখনা মেলে
ভাবনাগুলো দূরে ফেলে-
মন উড়ে যায় কোন বেশে
দূর দিগন্তের নীলিমা শেষে
কোন নেশাতে,  কোন আশে?


নয়ন মেলে  তাকিয়ে থাকি
মিথ্যে মায়ার জড়িয়ে রাখি।
ইট পাথরের অট্টালিকায়
হাসি তামাশা অবলীলায়-
মনের কোণে অজানাতে
ব্যথা-বেদনার নীল কাব্যতে
কি খুঁজি, অনিমেষ চাহনিতে।


শহর তলে একলা ঘরে বসে
বিনিদ্র রজনী কাটে অবশেষে,
দূরের কোন নিশিজাগা পাখি
কষ্টের সুরে উঠে যেন ডাকি,
সেই শোকের সুর দূরে ফেলে
হাওয়ার মাঝে পাখনা মেলে
উড়ে যাই সকল কষ্ট ভুলে।