একদিন আমি মস্ত কবি হব।
কলমের তেজে বিশ্বকে শাসন করিব।
অন্যায় , অবিচার, দুঃশাসন,অত্যাচার ,
মজলুমের হাহাকার, জুলুমবাজের অহংকার,
বিতাড়িত করিব।
একদিন আমি মস্ত কবি হব।।


আমি কবি হব,
সাম্যের গান গাহিয়া শুনাব।
মানুষে মানুষে ভেদাভেদ আর অবিশ্বাস,
কষ্ট-ক্লেশ, দুঃখ –বেদনা, হা-পিত্যাস
দূর করিব।
একদা আমি ভালবাসার কবি হব।।


আমি প্রকৃতির কবি হব,
সবুজ ,শ্যামলা ধরণীর গুণগান করিব।
আকাশ-বাতাস, জল-স্থল, সমুদ্র উপকূল
বন-জঙ্গল,মরু উপত্যাকা, বৃষ্টিস্নাত-সমতল
বিচরণ করিব।
একদা আমি সবুজের কবি হব।।


আমি কবি হব।।
একদিন আমি মস্ত কবি হব।।


জুলাই ১৫, ২০১৮ ইং