স্বাধীনতার এত দিন পরে,
আজো মা অপেক্ষায় থাকে,
আসবে খোকা,
ধরবে জড়িয়ে বুকে।


সেই যে সন্ধ্যায় হিমেল হাওয়ায়
চাদর মুড়ি দিয়ে,
' যাচ্ছি মা, স্বাধীন দেশের তরে '
বলেই ছুটে চলে গিয়ে,
দিনের পর দিন, মাসের পর মাস
বাড়িতে না ফিরে,
বন বাদাড়ে, পাহাড়ে-পর্বতে আরও কতখানে
খোকা যুদ্ধ  করে।


কত খোকার কত খবর আসে,
আকাশে বাতাসে লাশের গন্ধ ভাসে,
বোমা পড়ে, আগুনে পুড়ে, জ্বলে বাংলার মাটি,
সবুজ শ্যামল সোনার বাংলা পুড়ে হয় খাঁটি।
দেশের তরে সকলেই এক, রক্ত দিয়ে কেনা,
স্বাধীন দেশে সকলে সমান, বীর মুক্তিসেনা।  


দিন যায়, মাস যায়, দেশ স্বাধীন হয়,
দিকে দিকে চারিদিকে মুক্তির হাওয়া বয়,
বাংলার আকাশে বাতাসে  বাজে আনন্দের সুর,
তবুও দেখ চেয়ে খোকার মায়ের হাসিকান্না সমুদ্দুর।