হরিদার সজ্জন হরদম
খেতে চান শুধু নিমন্ত্রণ -
থাকেন তাই তক্কে তক্কে
কে করে কি আয়োজন?


সকাল থেকে হিসাব কষেন
যোগ, বিয়োগ, ভাগ, গুণ
কে এলো আর কে গেলো
পাতায় লিখেন কয়েকগুণ।


নবান্ন, সংক্রান্তি, মুখেভাত,
কন্যাদান বা ছেলের বিয়ে
হরিদার সজ্জন চায় নিমন্ত্রণ
ভূরিভোজ কবজি ডুবিয়ে।


কি আর চাই আপ্যায়নে -
সামান্য একটু খাশির মাংস,
রেজালা আর মুরগির রোস্ট,
মাছের মুড়িঘণ্ট, ভাজা হংস।


শেষ পাতে একটু দই-মিষ্টি
না'হলে কি চলে আর?
হরিদার বাবুর সমাদর হলেই
হবে সকল বিপদ পার।


নিমন্ত্রণ খাচ্ছে, দিন কাটছে
ভালোই যাচ্ছে সময় তার
হঠাৎ করেই পেটের ব্যমো
খুলে দিয়েছে রুদ্ধদ্বার।


খবর শুনে বদ্যি মশাই
দিলেন পথ্য আর মন্ত্রণ
সুসাস্থ্য রাখতে দেহখান -
বর্জন সাধের নিমন্ত্রণ।