অন্তর্ভেদী দৃষ্টি দেওয়া নিষেধ,


যে দৃষ্টিতে হৃদয়ের ক্ষত-বিক্ষত ছবি ফুটে উঠে
বিভীষিকাময় অন্ধকারের স্মৃতিচিহ্ন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়,
রক্ত পিপাসু মনের লিপ্সা বেড়ে যায়,
মনের গহীন কোণে অকারণে পড়ে থাকা দু:খবোধ জাগ্রত হয়
সেই গহীন কালের গহ্বরে দৃষ্টি দেওয়া নিষেধ
প্রেমাস্পদের প্রতি অন্তর্ভেদী দৃষ্টি দেওয়া নিষেধ
ঝলসে যাওয়া, পোড় খাওয়ার  প্রতি দৃষ্টি দেওয়া নিষেধ
তীক্ষ্ণ, অন্তর্ভেদী দৃষ্টি দেওয়া নিষেধ।।


যে  দৃষ্টিতে মর্মন্তুদ দৃশ্যগুলো জীবন্ত হয়
আগ্নেয়গিরির লেলিহান শিখার মতো জ্বলজ্বল করে
স্রোতস্বিনী নদীর ধারার মতো বয়ে চলে-
স্থানান্তরিত হয়,
এক প্রান্ত থেকে অপর প্রান্তে দোলা লাগে
বিষন্নতায় আচ্ছন্ন হয় হৃদয়-মন,
রৌদ্রজ্বল দুপুরেও গুমোট হাওয়া বয়ে যায়
নিকষ কালো আঁধারে ছেয়ে যায় চারিপাশ
অন্ত:করণে কোণঠাসা পড়া সেইসব পরিচ্ছদে দৃষ্টি দেওয়া নিষেধ।  
হৃদয়ের গভীর ক্ষতে প্রলেপ দেওয়া নিষেধ
লাল লাল তাজা আঘাতে খোঁচা দেওয়া নিষেধ
তীক্ষ্ণ, অন্তর্ভেদী দৃষ্টি দেওয়া নিষেধ।