ন - নব্য সমাজের সভ্য দুনিয়ায় আসছে ধেয়ে অদৃশ্য ঝড়,
ভে - ভেস্তে যাচ্ছে সভ্যতার মেরু,  কোথায় বিশ্বে শক্তিধর?
ল - লা- জওয়াব আজ সকল মোড়ল, ঘরবন্দি করুণ জীবন।
ক - করাল থাবার অমোঘ গ্রাসে - বিশ্ব ত্রাসে মরুর যবন।  
রো - রোনাজারি আর হাহাকার, নিরবতাই স্তব্ধ সবাই,
না -  না জানি আর বাড়বে কত, মৃত্যু মিছিল সারা দুনিয়ায়?

ভা - ভালো মন্দ বুঝিনা প্রভু, বুঝি শুধু দুনিয়াদারি,  
ই - ইলম ছাড়া ব-কলম, জ্ঞানের সাগরে ভুলের তরী।
রা - রাত দিন করি নাফরমানি, মন-মগজে ভোগ বিলাস।
স - স্রষ্টা তুমি ক্ষমা কর, দূর করে দাও করোনা ভাইরাস।


১২ এপ্রিল ২০২০