আমি নিজেই নিজেকে শাস্তি দিতে চাই-
আমি অনেক দূরে যেতে চাই
যেখানে তুমি নাই,
যেখানে তোমার পদচিহ্ন পড়বে না,
যেখান থেকে তোমার স্বর শুনব না,
যেথায় তোমার ছায়া আমায় স্পর্শ করবে না,
যেথায় আমার অনুভূতি তুমি বুঝবে না,
যেখানে ফিসফিসিয়ে আলাপন হবে না,
যেখানে তোমায় আমি খুঁজে পাব না,
আমি সেথায় যেতে চাই-
দূর হতে দূর-বহুদূরে,
নদী-ঘাট-মাঠ সব পেরিয়ে,
দিবালোকের অস্তাচলে
হারিয়ে যাব-দুচোখ মেলে।


অট্টহাস্য, জিজ্ঞাসু দৃষ্টি -
পারবোনা আমি এই অনাসৃষ্টি -
ভুল জান তুমি-
মিথ্যেও কিছুটা,
আসলেই আমি তোমায় ছাড়তে পারবো না-
তাইতো;
সেই প্রথম দিন থেকে আজ অবধি-
সব মন মাতানো সুর- গান - কাব্য নিরবধি
আমি সব নিব-
তোমার স্মৃতি নিব,
আবেশ নিব-
আবেগগন মুহূর্ত নিব,
কল্পনায় তোমার উষ্মা নিব,
সর্বোপরি তোমার নীরবতার ছবি নিব,
ছবির সাথে আল্পনা দিব,
কল্পনায় তুলির আঁচড় দিব,
তবু তোমায় পাশে রাখব-
মূর্তিমান নয় বিমূর্ত করে,
আমার মনের নিশুতি দ্বারে
অর্গল বদ্ধ অন্ধকারে।  


তুমি পাশে না থাকলে আমি; বুঝিব আমাকে-
কি চাই আমি - কেমন করে?
কেন এত আশা, কেন এত অভিমান-
কেন এত ভালোবাসা,  কেন এত মান?
সশরীরে নয়, আস কল্পনায়,
সেখানেই সুখের স্মৃতি,  পাতায় পাতায়।