৪.
কোন কাননের ফুল গো তুমি,  কোন বাগানের ফুল
তোমার রূপে মজে আমি আছি গো মশগুল
না দেখিলে তোমার ছটা কেমন করে থাকি হায়,
তোমার আশেকে পাগল আমি, মনটা বড়ই আকুল।  


৫.
আজান শুনিয়া মজেছি আমি, বেজেছে ভুবন বাঁশি
ডাক শোনে ঐ মধুর ধ্বনি, প্রভু তোমার কাছেই আসি।
পথহারা পথিক আমি, পাপের বোঝাই স্কন্ধ ভারী
স্রষ্টা তুমি মেহেরবান, ক্ষমা কর মোর পাপের রাশি।


৬.
আল্লাহু আকবার, পবিত্র ধ্বনি, মোদের অহংকার
তাকবীর মুখে ঊর্ধ্ব তর্জনী, করিয়াছে হুংকার
ধ্বনিত-প্রতিধ্বনিত আকাশ - পাতাল, গিরি-পর্বতে
জোরেশোরে বল মুখে নারায়ে তাকবির আল্লাহু আকবার।