রুবাইয়াত
চার বাক্যের কবিতা।
অন্তমিল সাধারণত 'ক ক খ ক '।


অনেক আগে থেকেই রুবাইয়াতের প্রতি প্রীতি ছিল, সময় পেলেই খোঁজে খোঁজে রুবাইয়াত পড়তাম কিন্তু কখনোই লেখার প্রয়াস করি নি।
আজ প্রথমবারের মতো রুবাইয়াতে হাতে খড়ি।
মন্তব্য সাদরে গ্রহণযোগ্য।  


১.
বিসমিল্লাহ বলে এই অধম রুবাইয়াত  শুরু করিল,
মোহাম্মদ নাম জপে, প্রেমের পরশে, দুচোখ মুদিল,
এই নামে পাগলপারা,  হইলাম আমি দিশেহারা
আহম্মদ তব নামে, দেহ-মন-অন্তরে,তোমাতেই সপিল।


২.
কে বা ডাকে, কোথা যাই, পথ ভুলে চলি আমি,
হে প্রভু, পথ দেখাও, অবোধ, ভ্রষ্টের সহায় তুমি,
যত ভুল আমারই প্রভু, হীরা ফেলে কাচঁ তুলি,
ভুল ভেঙে দাও, পথের দিশা দাও, তুমি অন্তর্যামী।


৩.
ফুল বাগানে ফুল ফুটেছে, সুবাসিত পথে প্রান্তরে
মন মজেছে প্রেম পরশে, আলোকিত মোর অন্তরে
নিখিল ভুবনে একটিই গোলাপ, ঐ দূর মদিনায়
চেয়ে থাকি হায়, অধীর অপেক্ষায়, মন মোর শ্রান্তরে।


০৪/০২/২০২২
রাত ৮: ৩০,  শুক্রবার
মিরপুর ১০, ঢাকা