মরণ আমার দুয়ারে দাঁড়িয়ে, দৃষ্টিসীমার আড়ালে


যখন-তখন  মরতে পারি, এক নিমেষে, চোখের পলকে
মরতে মরতে অমর সুধা পান করতে পারি এক ঝলকে।
বেঁচে আছি, বেশ আছি, কুদরতি তার, মহান খোদার।


দুধসাদা মেঘদল,  ভেসে বেড়ায় এপ্রান্ত থেকে ওপ্রান্তে
একগুচ্ছ সাদা গোলাপ আবাহন করে মেঘের দলে
মন ছুটে যায়, নিষেধ মানে না-ই,  ছুটে ছুটে বেড়ায়
অকৃতজ্ঞ মন, করে দ্বিরাগমন, ধূলিজালে মিশ্রণ, সারাক্ষণ।


মরণ আমার দুয়ারে দাঁড়িয়ে,  দৃষ্টিসীমার আড়ালে
হঠাৎ করেই মরতে পারি তোমার শুভ্র আঁচল পানে,
তৃষ্ণা বুকে তোমার হাতের অমর সুধা হতে পারে বিষবাষ্প
চূর্ণবিচূর্ণ করতে পারে আমার এই গাত্র দেহ  মন্দারপুষ্প।


তবু্ও বেঁচে আছি, জঞ্জালের ভিড়ে, প্রতিদিন বেচেঁ যাই
বেঁচে গিয়ে সর্বাগ্রে শুকরিয়া জানাই, ঈশ্বরের স্তুতি গাই
আশায় থাকি কবে মরণ এসে দৃষ্টিকে মুছে দিবে,
অমানিশা চোখে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে।


বিদায়ের পূর্বে যেন তব দেখা পাই, শুভ্র মেঘমালার দলে।
মরণ আমার দুয়ারে দাঁড়িয়ে, দৃষ্টিসীমার আড়ালে।