আজ,  বহুদিন পর,
দখিনা হাওয়ায় বাতায়ন দিয়েছি খুলে,
মিষ্টি - মধুর, সুবাসিত, পুঞ্জীভূত সমীরণ -
জাদুর ঝাঁপি খুলে--
ডেকে ডেকে হয়রান--
গেয়ে উঠে বসন্তের গান,
"বসন্ত এসে গেছে"।


ফাগুনের ছোঁয়া লেগেছে;
নতুন প্রাণের সঞ্চার হয়েছে;
ফুলে ফুলে ভ্রমর এসেছে ;
আম্র কাননে মুকুল ফুটেছে।
কিন্তু,  তুমি?
এখনো নিরবে, নিভৃতে ;
সকলের অগোচরে -
শূন্য মন্দিরে-
বিনা অর্ঘ্যতে মূজ্ব্যমান।


সে কি করে হয়?
তুমি কি শুন নি -
বসন্তের আগমন ধ্বনি,
কোকিলের কুহু ডাক-
দেখনি ফাগুনের সাজ?
তবুও কি -
মাতোয়ারা নয় তোমার মন?
চলে এসো, ফিরে এসো
ভুলে যাও  অতীতের গ্লানি,
বসন্তে ভরিয়া নাও-
তোমারও আঁচলখানি।