তিমির আঁধারে গগণবিদারী আর্তচিৎকার
দূর পাহাড়ে প্রতিধ্বনিত হয়,
তেপান্তরের মাঠ ছাড়িয়ে
আকাশে-বাতাসে উত্তপ্ত নোনাজল হয়ে ভেসে বেড়ায়।
শত মানবের আর্তনাদ আর ফরিয়াদ
কর্ণকুহর দিয়ে মগজে প্রবেশ করে
বোধ শক্তির উপাসনা করে
হৃদয়ে তুমুলযুদ্ধ শুরু হয়
ক্ষত-বিক্ষত হয় মন।

অশান্ত মন আর অক্ষম আক্রোশে
কম্পিত হয় শুষ্কমরু বুক
চর্মচক্ষুর কোটরে আঘাত হানে শত সহস্র আলোর ঝলকানি
নিমেষেই নি:শেষ হয়ে যায় তাজা তাজা ফুল।
রক্ত প্লাবনে প্লাবিত হয় ফিলিস্তিনের  বুক।
ধ্বংসাত্মক হাতিয়ার আর পারমানবিক বোমার আঘাতে
মৃত্তিকা বাষ্পায়িত হয় লেলিহান ধোঁয়ায়,
তাজা খুনের ফোয়ারায়
হাড্ডিসার গোস্ত কাবাব হয়ে যায়।


শুভ্রবসনা হয়ে আত্মারা ছুটে যায় দূর আকাশ পানে,
সেখানেই তারকারাজি হয়ে ফুটে থাকে অযুত-নিযুত শুভ্র শতদল।