প্রায়ান্ধকার হতে জামাটা ঝুলতে ঝুলতে নেমে এসেছে আলোক গহবরে ।
ছুঁতে ছুঁতে মাটিতে শুয়ে গেলো , জল হলো ।
জামাটাতে ফিরে যাই ।যদিও অনাদিকাল ধরে আমি লিওর এক  ক্যাক্টাস  ,
একদিন মানুষ হই
ফের  নিবিড়  জঙ্গলে পুরনো ছাতিম গাছের নীচে শুয়ে ঈশ্বরকে  দেখি ।
আহা ! কমনীয় ঈশ্বর ।
হাতে তার গোল ঠান্ডা বাটির মত চাঁদ  । বুকের ভেতর আমার বাউড়ি বাতাস -
ঈশ্বরকে বলি ফিস ফিস করে - লোকালয়ে কতজন ঈশ্বর থাকেন বলে দেবেন নাথ ?


১২.০৭.১৫