চলো সিদ্ধার্থ রাজার কুমার
বের হয়ে যাই
দেখো এমন চনমনে বাতাস
আকাশে ঘুড়ি উড়ছে
হিজাব পড়ে চোখ ভ্রুতে শিল্পের ছোঁয়ায়
আরব তরুণী কিনছে অগণিত লাশ
অজিরা ফুরফুরে মেজাজে খালি গায়েই
নেমে পড়েছে নগ্ন রাস্তায়
গেরুয়া পোশাক পড়ে ঝুকে ঝুকে হাঁটছে অসি বৃদ্ধ
তার হাজার বছরের দেনায় শনের মত সাদা চুল
পত পত করে উড়ছে
ভালোবাসার জন্যে ওর বুক জ্বলে ছাই হয়ে গেছে
ফিস ফিস করে বলছি
দোহাই তোমরা একটু চুপ থাকো –
আজ আমাদের ভালোবাসার রাত ঘনীভুত হয়েছে –
আমরা জমে যাচ্ছি শীতে
আরো ঘন হচ্ছি শীতের দুপুরে –
সিদ্ধার্থ আজ এমন ধোঁয়াশায়
হাত ধরো
ভালোবাসো –
প্রেম করো –
বৃক্ষের গায়ে গায়ে লতিয়ে পড়ছে
এমন গন্ধবিহীন লালচে ফুল
সাপের মতো চোখ তুলে তাকায়
আমি হিম হিম শীতে তার গায়ে হাত রাখি
সিদ্ধার্থ যদি শীত থাকে
উষ্ণ হয় বাতাস
আর একবার ঘন হয়ে বসো
সাইরেন বাজিয়ে বলো
আমাদের আর কত দেরী
জীবনের কাছে যেতে
আমরা যে মরে গেছি
সীমানা পার হতে হতে