সবার নীল চোখ নেই , বিড়ালের মত সবুজ জ্বলজ্বলে চোখ ও নেই -
যদি থাকতো কি হতো তা ভাবিনে ভাবি শুধু তোমার নীল চোখের কথা ।
তুমি কতকাল পতংগের মত আগুনে ঝাঁপ দেবে বল হে ?
আজ আমার বিষন্ন থাকার বেলা , একেবারে চুপ থাকার বেলা
তুমি পাশে নেই সখা আমার ।
একেবারেই ডোবা হয়ে আছি একাকী -
ডোবার নির্জন অবহেলার জল -
তুমি প্রজাপতির মত উড়ে উড়ে এসে আমার জলে
ঠোঁট ডুবিয়ে যাও -
আবারো বিষন্ন করে দিয়ে নেচে নেচে আকাশ হয়ে যাও -
ওগো প্রিয়তম আমার দেখে যাও সবুজ ঘাসের দল ,
দেখে যাও বুনো ঘাসের দল মাখিয়ে রেখেছে তোমার জন্য একগুচ্ছ ফুলরেণু -
এক লহমা বিদ্যুত যে চমক দিয়ে তোমাকে জানায় প্রিয়তম " আহা এই পৃথিবী কি ব্যকুল? তার বুক  কি ভীষন একাকী বহন করে তার ফুলগুচ্ছের সমাহার -!!