জামাগুলোর পেছনে জামা ছিল
আকাশের পেছনে আকাশের মতন
তার নিরীহ মনের পেছনে
একটা শজারু মন ছিল
সে লুকিয়ে থাকতো মহল্লার ভেতর
অথবা রাতপ্রিয় ভুতের বন বাঁশবনের ভেতর -------
যেদিন বেরিয়ে এল ওর শজারু মন
ধক ধক করছিল চোখ
রাতের অন্ধকারকে
আরো ভীত আরো কালো করে
আমাদের আতংকিত করে
কবিদের কবিতার উৎসব বানিয়ে বানিয়ে
ঘাসফড়িং আর মৌমাছিদের নির্বাসনে
পাঠিয়ে পাঠিয়ে পাঠিয়ে ------------------
এই নগরী এখন
ভুত নামক এক অখ্যাত নগরী ---