সন্ধ্যেটা  বিষাদ আনে , চিন চিন করে বুক ...
তুমি আছো  মফস্বল বিকেলে , তোমার অদেখা স্মৃতি নিয়ে ঘুরে এসেছি আসিরিও শহর  -
কখনো কি অদেখা তুমি ছিলে অদ্ভুত নির্জন সন্ধ্যেয় ?


নিঃসঙ্গ দি্ঘীর  জলে পা ডুবিয়ে ছিলাম ফারাও আমলে  , সাথে তোমার নিঃসঙ্গ চিবুক , অদেখা বুকের পাঁজর -
কড়ে আঙ্গুলে ধরে রেখেছো   ইতিহাস ।
মজলুম এই হৃদয় জানে ফোরাত নদীর উপকুলে আমার আর কেউ নেই ।