একটা দুর্দান্ত সাহসী কবিতা লিখে ফেললেই হয় , তাতে কলম কেঁপে উঠবে , তুমি আঁতকে উঠবে ,চোখের জল টল টল করবে , অসময়ে কদম ফুল ফুটবে , আমি নড়বড়ে চেয়ারে বসে মুখের কাছে কলম নিয়ে ভাবতে থাকবো এই অসময়ে আসলেই কদম ফুল ফোটা উচিত কিনা !!
অথবা এক সন্ধ্যায় বনের ঝোপের কাছে একটা সাপ মাথায় মনি নিয়ে ভাগ্য বদল করতে আসলো কিনা ! আর গাঁয়ের মেয়েটা ভেবে নেবে কালই হয়তো তার রাজপুত্তুর টোপর পড়ে তার ভাগ্য বদলে করতে এলো বলে -- আমি অবশ্য তেমনি ভাবতে থাকি এই ডোবার ভেতরে যে ব্যাঙ রাজপুত্র আছে সে কি আজই রাজপুত্র হলো কিনা - !! রাজকন্যার ধবধবে সাদা বিছানায়  তার মখমল মনকে সঁপে দিল কিনা --
আমার ভাবনার সুতোগুলো ছিঁড়ে গেলে দেখতে পাই - আকাশ নেমে এসেছে আমার জানালায় - বৃষ্টি উঁকি দেয় অসময়ে -- হয়তো কদম ফুল ফুটলো বলে -