পৃষ্ঠদেশ থেমে আছে পত্রে পুষ্পে
নগ্ন গাত্রদেশের গন্ধে তুমি ব্যকুল
কতবার সাকিন বলে পদপৃষ্ঠে চুমু খাও
হে আমার বিষাদ
আমি জানকীর মতন নই–
রাতের আঁধারের পৃষ্ঠে ভেসে যাই
ফসফরাস হয়ে রাত্রি মন্থন করি
তবু তোমার সাকিন সাকিন ধ্বনি
কর্ণকুহর বন্ধ করলেও শুনি