যখন সে পুড়ে যাচ্ছিল রোদজ্বরে  তাকে দিলাম একটা কবিতা
রসকষহীন -
তার কণ্ঠে ধ্বনি সাকিন সাকিন - আমি তাকে দেই রক্তজবা -
অথবা একটা কাঁটা গোলাপ হলেও হয়তো চলতো -
তার পাখি হবার জন্য দুটো পাখা দরকার ছিলো -
ফুহ মন্তর দিলাম তার চোখের মনি বরাবর -
সে মূহুর্তেই হয়ে গেল একটু উড়ুক্কু গাছ - ডালপালা মেলে দিয়ে সে শুন্যে চলে যাবে
অথচ শেকড় আটকে আছে মাটির সাথে --
আমি হাত ধরে টানছি - এসো কবি উড়ে যাই -
কবি আটকে থাকে শেকড়ের সাথে , হৃদয় ছুঁড়ে দেয় শুন্যে -
হে কবি আমার আকাশ ভুলে যেয়ো না তুমি ----