জলের ভেতর আমি ,  মাটিতে আকাশ ,
রংগন ফুল কি ফুটেছে ?
তিলে তিলে ঠেসে যাওয়া ,খোসা খুলে যাওয়া
কমলার সাথে তুমি আনত পাখি -
আহা এইবার চুপ থাকো ।

জাননা তো কেউ কেউ বাতাসের আড়ালে চাঁদ ।
ডানকিনে পাখি জানে উড়ে যাবার সময় কি বলে যেতে হয় !!
তারাদের সাথে উর্ধ্বমুখী আনত মেঘ কেন ঘুরে বেড়াও হে ?
থই থই বর্ষার জল -
কিন্নর বাজাও কে তুমি অবেলায় ভোরের শিশির !!