যুথবদ্ধ
------------------------


ইকারুসের পাখা জ্বলে গেলে
নীচে থেকে দেখি পিদিমের আলো
কি অকরুন বিলাসে পুড়ে যাও হে নির্মম


যুথবদ্ধ আমি কাত হয়ে গেছি
গলিত পৃথিবীর এঁদো কাদার জলে
এখানেই পা রেখে রেখে পার হতে হবে
ওপারে তুমি চোখ বন্ধ করে দেখো
চলে গেছে একিলিসের বাহুর ভেতর দিয়ে
এই মাটির শেকর -



মিথ তুমি
-----------------------
দেখে মনে হলো বেদনা হীন চোখে বলি
যে তোমারে দেখি সে তুমি নও
মিথ্যাচারী মিথ তুমি
যেন রয়ে গেছো ধুলো বালিতে
অনাবাদী অকর্ষিত জমি --



হরতন
----------------------
একটু কেমন বিষাদ লেগে থাকে নখে ,
তিতো অন্তঃকরন ।
অনন্ত নক্ষত্র বীথি পুড়ছে -
যেভাবে পুড়ে যায় হরপ্পার চাঁদ
নির্জন আকাশে -
খুলি হৃদয় সীমানার  প্রাচীর -
অস্ফুটে শুনি কামনার গান
দরজার পিছে কে লুকিয়ে থাকে
চিনিনা তো  তারে -