ক্যালকুলাস - হাবিবুল হক বিপ্লব


সমীকরণ করা যায় না যার তার থেকে কী করে দাও বাদ শূন্য?
তাকিয়ে একটু দেখত বুকের ভেতর আছে কি আমার কোন চিহ্ন?
ধর নেই কিছুই, বুঝি বুক ভরা বহু রকমের মানুষের বাস
কিন্তু রাতভর চাঁদের মতন জাগায়ে রাখে কে? কোন আকাশ?
তুমি কঠিন এক ধাতুর মিশেলে নিজেরে রেখেছ পাহাড্ করে
আমিত লতাই কেবল বেয়ে উঠি তোমার শরীরের পাথর আঁকডে
যোগ জানিনে বিয়োগ জানিনে, কিংবা গুণ কি ভাগ
কেবল জানি গুলির শব্দে উডে যায় পাখি ফেলে গুলবাগ
আচ্ছা নাহয় শিখি সমীকরণ লসাগু-গসাগু এবং ত্রিকোণমিতি
ভালবাসলে সব হয়, উপপাদ্য ক্যালকুলাস আর এমন কঠিন কি?


হাবিবুল হক বিপ্লবের কবিতা - সে কবিতা নিয়ে কেন লুকিয়ে থাকে জানি না । কিন্তু কবিতা তো ভালো লিখছেই