অভিযোগের অন্ত নেই - তুমি বলো কেনো বিচ্ছুরণ ? ,
বার বার খেই হারিয়ে গেলে কাঁচ ফুটে গেলো পায়ে ,
বুকের ভেতর আঁচ লাগে তোমার ।
ব্লকে ব্লকে ভাঙচুর হয় পাঁজর -
ক্ষরণ নেই তো । ঠোঁটের কষ বেয়ে নেমে পড়ে বিষ -


গাংগোত্রীর গায়ে লেগে থাকে শুন্যগামী জাহাজ - এক একটা কুঠুরী - প্রেম বিলাস -
চলে যাওয়া ঘরের ভেতর আত্মা রেখে এসেছি - খিলানে চোখ রাখি -
একটা অর্কিড হাতে নিয়ে বসে আছি কতযুগ -
দেড় তলা ভবনের সিঁড়ির গায়ে তুমি পা রাখলে বুক পেতে দেই --