কি কারণে জমে গেলাম সেবার পশ্চিমের বাতাসে !
এরপর ক্ষয় অবিরাম - চোখের ক্ষয় , হৃদয় ক্ষয় - দেবীর চোখের দিকে চাইলে অন্তঃক্ষরা সলিলের মত বেগুণী বিচ্ছুরণ -
পাহাড়ের গায় অন্ধকার জমে ছিলো - সেদিন ক্ষয়িষ্ণু সন্ধ্যা - যাপনের অষ্টম দিন -
বুকের ভেতর নাকি জং ধরে গেছে , অথচ বাউল এক ক্ষীণ চশমায় লাজুক চোখের বালক ---
ঠোঁটের কোনায় কালো তিলের কাছে নেমেছে পারিজাত রঙ , তুমি কোনা থেকে দেখ ,স্পর্শ করো জলজ দ্রাবিড় --
আর্য পাড়ায় কামিনীর কাছে গোপা এলে উঠে যায় তর তর করে পাহাড়ের শেষ বিন্দুতে -
সেবার পশ্চিমে রক্তজবার মত চাঁদ উঠেছিলো --