****
টেরিকোটা


সেবার যখন পশ্চিমে উঠেছিল চাঁদ , অন্ধকারে পথ হয়ে গেলো নদী
অন্ধ তুমি হয়রান - কোথায় থাকে টেরিকোটা জঙ্গল -
সিংহ জংগল থেকে উঠে এলে তাকে খুন করতে কিছু চাপাতি লাগে -
অথচ বিপরীতে ঝকঝকে ক্যাফে বার - হাতের কাছে নীল পরী
অনুগত চোখ বার বার বলে - কে তুমি হরিণী ?


***
কোহকাফ
------------
কি করে মরে গেলে কোহকাফ নগরে এসে ?
কি ছিলো মৃত্যুতে ? বিষের চাইতে অমৃত অথবা বেশী কিছু ?
কেন ঠোঁটের কাছে নিয়ে এলে রাত্রি ?
সোপেন হাওয়ারকে বলা ছিলো - জীবন এক নৌকো -
পার হবো নদী - সমুদ্র হলেও ক্ষতি নেই -
বুক জ্বলে যায় এই নগরীতে -
বিষ এর নগরী কোহকাফ এত ধীরে কেন যে হাঁটে ?
****
ছিন্ন
-----


কি করে তুমি আড়াল থেকে বলো ?
দুমড়ে মুচড়ে পাহাড়টাকেও মুড় মুড় করে ভাংচুড় করো !
শরাবে নাফিয়া - আহ শরাব -
মরে যাওয়া কি খুব বেশী কিছু ?
**
নীলপদ্ম
---------------
শপথ অন্ধকারের
এবং যে আলো চলে যায়
বৈষ্ণবীর কাছে তার -
তুমি যদি হও নীলপদ্ম
জল হবো তার -