কোথা থেকে একদল বখাটে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে গেলো ঝিলের জলে ।
উড়ে যাওয়া একদল বাতাসের সাথে আমি দুর্বাঘাস নিরীহ ।
সুদুর তুমি এক বখে যাওয়া নিকোটিন । ঘার কাত করে ঝুঁকে ঝুঁকে শলাকার সাথে এলোমেলো পায়ে বিক্ষিপ্ত পদে চলে যাও জারুল বৃক্ষের শাখায় ।
তুমি সেই বখে যাওয়া এলো বাতাস । আমাকে উড়িয়ে নিয়ে আছড়ে আছড়ে বুকের ভেতর ক্ষত তৈরী করো ।
তোমাকে চিনি নাই এখনো । অচেনা তোমাকে একা ঝিলের জলে ছেড়ে এলে পাহাড়ের আড়ালে তুমি ভাব জমিয়ে ফেলো বাবুই এর দলের সাথে ।
অবিশ্বস্ত বাতাস হয়ে ওঠো  ০০০০