মঝে মাঝে আমাকে শীত রোগে ধরে । তখন আমি তোমার মত হয়ে যাই । তুমি আমার মত হয়ে যাও । আমাদের দুজনের মাঝে আর কিছু থাকে না ।
উম্মাদ হবার জন্য যে চুম্বন এক শিবরাতে রেখে এসেছি তোমার দুয়ারে সে তুমি মালা বানিয়ে আমার ছবিতে পরিয়েছ । সে নার্সিসাসের গন্ধ শুকে শুকে এথেন্সে হাজর হবে । সেখানের উট কাঠ পাথর সব আমাদের বন্দনা করে । আমি এই প্রেম টুকরা টুকরা করে শিলালিপি বানিয়ে আমার কবরে শুইয়ে দেবো , কেউ কি বলেছে - তুমি বড্ড বেহায়া হরিণ !!
সে তোমায় শিকার করবে আজ ঝাঁসির রাণী !
তুমি কেঁদোনা হে মায়া হরিণ !!