নামহীন উপত্যকায় দেখা হবে প্রিয়
এখন নিঃশব্দের কাল ।
ইথারে ভেসে আসুক
অনামী চিঠি
পড়ে নেব  ।।


ইশারা ভ্রু ভঙ্গি
দেখে জেনে নেব আগামী
রোমান্সের সময় আর ক্ষণ ।
চুপি চুপি চুপকথায় জেনে নেবে
পাখির দল শামুকের ভেতর লুকনো
সকল ইশারা ।
আরো আরো বহু ঘাসফুল যারা
অপেক্ষায় থাকে --


নিঃশব্দ খেয়ে নিয়েছে সময় আর হৃদয়
চুপকথায় লেনদেন হোক শর্বরীর
পদ্ম ঘুমায় শিশিরের জলে
আকাশ কাঁদে  সবটুকু মেঘ উজার করে
আমি অপেক্ষায় থাকি
অপেক্ষাতেই থাকি ।