কুয়াশায় মোরা সকাল
  নাজমুস শাহাদাত

ঋতুরাজ বসন্তের আভা কাটিয়ে
ঠান্ডা হাওয়াই শীতের আগমন,
নতুন পোশাকে নতুন সাজে
কুয়াশায় মোরা সকাল সাজে।

কুয়াশায় ঢাকা মেঠো পথে
শিশির ভেজা দুর্বা ঘাসে
হেটে চলি সামনে পানে
পিছনে সব ঢাকে কুয়াশার চাদরে।

শীতের সকালের পিঠা পুলি
কাচা রসের স্বাদ অমৃত্ত পানি
মামার বাড়ি রসের পিঠা
যেন এক শিল্পির তুলিতে আকা।