একলা বিকেল
       নাজমুস শাহাদাত


বসে আছি একলা  নদীর তীরে
বন্ধু তুমি আসবে কিনা আমরো তরে
নদীর স্রোত বইতে থাকে মাঝি দার বাইতে থাকে
তবুও ভাবি তুমি আসবে।


নদীর স্রোতে জোয়ার হলে
আমার মনের গোহিন কোণে
আসার আলো জ্বলে ওঠে
বন্ধু তুমি আসবে।


যখন দেখি নদীর বুকে
নৌকা চলে বাদাম তুলে
মনের এক গোহিন কোণে
বলে ওঠে তুমি আসবে।


তোমার আসায় বসে থেকে
গগনেতে সন্ধা নামে
তবুও আছি একলা বসে
বন্ধু তুমি আসবে বলে।