স্মৃতিময় নদীর তীর
      নাজমুস শাহাদাত


সেই গোধূলি বেলায় বসে আছি
স্মৃতিময় নদীর তীরে,
মনে কি পরে সেই দিনগুলির কথা
যে দিন বসে ছিলে আমারো পাশে।


আজো আছে সেই নদীর স্রোত
আজো নামে জোয়ার ভাটা,
মাঝি বাদাম তুলে দার বেয়ে যায়
সূর্য সেই পশ্চিমেই অস্তমিত হয়।


আমি আছি বসে সেখানে
মৃদু বাতাসে দোলা দেয় মন,
তবুও এক শূন্যতা মনে
তুমি নেই আমার পাশে।


আমার মনের অন্তরিক্ষে
সাজিয়ে রেখে তোমার নাম,
বসে আছি সেই নদীর তীরে
তোমার আসার অপেক্ষায়।