চাঁদনি রাত
   নাজমুস শাহাদাত


সূর্য ডুবে সন্ধা নামে
চাঁদ ওঠে ওই আকাশ পানে
ক্লান্তির আভাস কাটিয়ে দিয়ে
স্নিগ্ধতা আনে মন বাগানে।


মৃদু বাতাসে এলিয়ে চুল
তাকিয়ে থাকি গগন পানে
স্নিগ্ধ আলোয় বিস্মৃত হই
আকাশ পানে চেয়ে।


মন বাগানে স্বপ্ন দেখি
চাঁদের জ্বতি ধোরবো মুঠি
চাঁদের আলোয় খেলবো আমি
এইতো আমি স্বপ্ন দেখি।