প্রকৃতি প্রেম
       নাজমুস শাহাদাত


সুন্দরর্যের আর এক নাম প্রকৃতি
তার একটি হলো নদী,
যেখানে হয় জোয়ার ভাটা
সূর্য অস্তমিত যায় যার বুকে।


যেখানে নৌকা চলে তার বাদাম তুলে
মাঝি দার বেয়ে যায় গান গেয়ে,
মৃদু বাতাস দোলা দিয়ে যায় মন
মনের বাগানে ফোটে সুন্দর্যের ফুল।


মস্তকের ঐ চুলগুলো এলিয়ে দেয় বাতাসে
সৌন্দার্য ফুটে ওঠে তার হৃদয়ে,
আনমনে হয়ে হারিয়ে যাই প্রকৃতিতে
ফিরে না আসার সেই দেশে।