শিক্ষকের সম্মান
     নাজমুস শাহাদাত


জন্মিত মানুষকে প্রকৃত মানুষ করে
মানুষের মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলে,
গড়ে তোলের ধরনীর শ্রেষ্ঠ মানুষকে
তিনিই হলেন সেই শিক্ষক।


আজ আমি মানুষ হইয়া ভুলিয়া গেছি
মনবতার মহান গুরু শিক্ষককে,
ভুলিয়া গেছি আপনার অতীতকে
যাহাকে দেখিয়া শিষ্য করিত বন্ধ আপন কাজ।


তাহাকে দেখিয়া শিষ্য করিত কুর্ণিষ
আপন কাজ ফেলিয়া করিত তাহার কাজ,
যাহার চরন ধূলা নিতে থাকিত সদা প্রস্তুত।
আজ তাহারে করে লাঞ্চিত কি অভাগা শিষ্য।