ক্লান্ত দু'চোখ শুধুই দুঃস্বপ্ন,
'হৃদয়' আছে, তবুও নেই সুখে মগ্ন।


অজানা চিন্তায় ভঙ্গু্র এ মন,
কে জানে! কবে আসবে আবার পৌষ-পাবণ।


'প্রাণ' আছে দেহে, নেই কোন প্রানোচ্ছাস,
কবে আসবে সেই বসন্তের উল্লাস?


বিধাতা! তুমি কি দিচ্ছ ফাঁকি?
তাহলে? আর কত অপেক্ষায় থাকি?


রঙে রঙে রাঙিয়ে তোল বিশ্বকে ওহে দয়াময়!
এই শাস্তি আমাদের নয়।
শাস্তি দাও তাদের, যারা করছে ধরনীকে 'কলঙ্কময়'।