যদি এমন হতো, নির্ঘুম রাত্রি শেষে,
স্নিগ্ধ ভোরের নীলাভ আকাশে।
শান্তি প্রিয় হংস বলাকারা মিষ্টি হেসে,
বলে যাচ্ছে বারবার,
জেগে ওঠো! সবাই,
কোভিড কীটকে মোরা করেছি সাবার।


এই শুনে কাকের সারি কয় উচ্চাস্বরে,
'প্রকৃতির ঝাড়ুদার' মোরাও রয়েছি প'রে।
আছিগো পাশে তোদের,
ইকটু সোহাগ দিওগো মোদের।


ভয় নেই,
জেগে ওঠো! ওগো মানবকূল!
ছড়িয়ে দাও! রাশি রাশি ফুল।


কীট ভক্ষণে হয়েছি মোরা ধন্য,
নতুন রূপে বিশ্ব দেখার জন্য।।