ধীরে ধীরে বিদায় হচ্ছে ২০২০ সাল,
একটি সুন্দর সকালের অপেক্ষায় আছি কত কাল।
কত অন্যায়! কত অপরাধ! আপদকালেও করেছি ভাই,
জীবনের কাছে জীবনের প্রশ্ন তাই।
জীবন কী মোদের ধন্য?
নয় তো! মোরা যে অধমে গন্য।


এই অধমেরে ক্ষমা করে দাও প্রভু!
এমন ভুল হবে নাকো কভু।
বিগত দিনের ভুলত্রুটি যত,
হবে নাকো আর, এই মোদের ব্রত।


স্বপ্ন দেখি, ২০২১ সাল,
কী সুন্দর স্নিগ্ধ, পবিত্র সকাল।
হাসিছে গগন, বহিছে বায়ু, দুলিছে ধরা,
এ যেন বিধাতার ইঙ্গিত! এখন নিষ্পাপ তোরা।