আমরা বেঁচে আছি কি আনন্দে?
তাহলে মেঘ হয়, বৃষ্টি আসে, পড়ে না কেন ছন্দে?


সূর্য ওঠে আবার ডুবে যায় অন্ধকার করে,
অন্ধকারেরও রূপ আছে তা দেখিনা কেন প্রাণ ভরে?


কী জ্বালা! স্বপ্ন কেবলি দুঃস্বপ্ন রাশি রাশি,
এ স্বপ্ন যেন ঘুম কেড়ে নিচ্ছে দিবানিশি।


দিন শেষে, ক্যালেন্ডারের পাতায় চোখ রাখি যখন,
বারের বিভ্রান্তিতে ভুগছি সারাক্ষণ!


তাহলে জীবনে আছে কি নিরানন্দ?
হয়তো! হয়তো! জীবনের গতিতে নেই কোন ছন্দ।


জীবন বয়ে যায় নদীর মতো করে, নেই কোন ঢেউ।
এর শেষ কোথায়? জানে না কেউ!