অদ্ভুত চিন্তা আসে এ অবেলায়,
কোথায় ভেসে চলেছি জীবন খেয়ায়?


মাঝে মাঝে বেঁকে যায়, এ জীবন তরী!
বিবেক প্রশ্ন করে, এ আমি কি করি?


তবুও খাঁচার ভেতরে মনটা ভাল থাকে না আহা!
ভেসে যেতে ইচ্ছে করে, আগে যা করেছি যাহা-তাহা!


সর্বদাই ছিলাম নাচ-গান, খেলাধুলা, হাসিঠাট্টার পূজারি!
কিন্তু জীবনের এ বেলায় এসে খেলছি কেবলি লুকোচুরি।


ক্ষমিয়ো মোরে! ওহে দয়াময়!
সুস্থ প্রাণের প্রয়োজনেই তো এমনটি হয়।